ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশ উদযাপন করল বন্ধু দিবস
Published On 07-Aug-2022 02:02pm , By Raihan Opu Bangla
ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) বাংলাদেশ তাদের মেম্বার্সদের নিয়ে উদযাপন করল বন্ধু দিবস। বন্ধু দিবস উদযাপনের জন্য ইয়ামাহা রাইডার্স ক্লাব আয়োজন করেছিল জাকজমক অনুষ্ঠানের। প্রোগ্রামটি তেজগাও এ অবস্থিত এসিআই সেন্টারে অনুষ্ঠিত হয়।

এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে Yamaha Bike এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ইয়ামাহা এর আগেও অনেক প্রোগ্রাম আয়োজন করেছিল।
তারা সব সময় বাইকারদের পাশে থেকে তাদের উৎসাহ প্রদান করে থাকে। বন্ধু দিবস উপলক্ষ্যে এই আয়োজনে ইয়ামাহার উধ্বর্তন কর্মকর্তা, ইয়ামাহা রাইডার্স ক্লাব এর মেম্বারগণ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন এর সার্জেন্ট সাদ্দাম হোসেইন এই আয়োজনে উপস্থিত ছিলেন। তিনি তার বন্ধু ও বাইকারদের নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া উপস্থিত ছিলেন ট্রান্সজেন্ডার এক্টিভিস্ট রানি চৌধুরী এবং কিছু দিন আগে সাহসী মেয়ে হিসেবে যিনি নিজেকে প্রমাণ করেছেন সেই পারিসা, যিনি ব্যস্ত রাস্তায় মোবাইল ছিনতাইকারীকে একাই ধরেছেন।

অনুষ্ঠানের শুরুতে ব্যক্তব রাখেন YRC এর মেম্বারগণ এরপর আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। সেখানে সাদ্দাম হোসাইন বক্তব্য রাখেন, তিনি তার বক্তব্যে বলেন যে, “তিনি এবং তার সাথে যে পুলিশ বন্ধুরা রয়েছেন তারা বাইকারদের জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরও বলেন ইয়ামাহা এর মতো অন্য সবাই এই কাজে তাদের সহযোগিতা করবে ও এগিয়ে আসবে।
এছাড়া ট্রান্সজেন্ডার এক্টিভিস্ট রানি চৌধুরী এবং পারিসা তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া তারা সবাই ইয়ামাহা এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সবশেষে বক্তব্য রাখেন ইয়ামাহা এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, তিনি বক্তব্য রাখেন। তিনি বাইক, বাইকিং ও বন্ধুত্ব নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এছাড়া তিনি বাইকারদের বর্তমান পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন।
সবার বক্তব্য শেষ হবার পর কেক কেটে বন্ধু দিবস উদযাপন করা হয়। এর সাথে সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল। সিএমবিডি এর টিম থেকে ড্যান্স পারফর্মেন্স ছিল, এর সাথে কনসার্টের আয়োজন ছিল।
আমরা আশা করব ইয়ামাহা সব সময় এভাবেই বাইকারদের পাশে থাকবে। তাদের জন্য আরও অনেক প্রোগ্রাম ও ইভেন্টের আয়োজন করবে। এছাড়া ইয়ামাহা রাইডার্স ক্লাব সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখবে। টিম বাইকবিডির পক্ষ থেকে আমরা ইয়ামাহা বাংলাদেশ ও ইয়ামাহা রাইডার্স ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি এই বন্ধু দিবসের প্রোগ্রাম আয়োজনের জন্য। ধন্যবাদ।