ইয়ামাহা বাংলাদেশ উইন এ মটোজিপি টিকেট কন্টেস্ট
Published On 14-Aug-2023 12:44pm , By Raihan Opu Bangla
মটোজিপি লাভারদের জন্য ইয়ামাহা বাংলাদেশ নিয়ে এসেছে লাইভ স্টেডিয়ামে বসে মটোজিপি দেখার সুযোগ। ইয়ামাহা লাভার এবং ইয়ামাহা ব্যবহারকারীদের জন্য ইয়ামাহা বাংলাদেশ নিয়ে এসেছে উইন এ মটোজিপি টিকেট কন্টেস্ট।

ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে আপনার প্যাশন এর স্টোরি লিখে শেয়ার করুন আমাদের সাথে এই পোস্টের কমেন্ট সেকশনে। সবেচেয়ে বেশি লাইকের ভিত্তিতে ৩ জন বিজয়ী নির্ণয় করা হবে।
- এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে আপনার প্যাশন এর স্টোরি লিখে শেয়ার করুন ইয়ামাহা বাংলাদেশের কন্টেস্ট পোস্টের কমেন্টে।
- MotoGP India 2023 সেপ্টেম্বরের ২২-২৪, Buddh International Circuit এ অনুষ্ঠিত হবে।
- প্রতিযোগীতায় অংশগ্রহণকারীর পাসপোর্টে অবশ্যই ইন্ডিয়ার ভিসা থাকতে হবে।
- কমেন্টে #YamahaBDMotogpIndia হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
- যে কোন ধরনের অটো-লাইক, প্রমোশনাল লাইক এবং আন-ন্যাচারাল লাইক প্রতিযোগিতার অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে।
- যে কোন ধরনের বিদেশি নাম বা বিভ্রান্তিকর নামের ফেসবুক আইডি থেকে অংশ নেওয়া যাবে না।
- সর্বোচ্চ লাইক প্রাপ্ত টপ ৩ জনকে দেয়া হবে MotoGP India টিকেট!
- কমেন্ট করার শেষ সময় ২২ আগস্ট ২০২৩ পর্যন্ত।
- এসিআই মটরস্ এই ক্যাম্পেইনের যেকোনো সংযোজন, সংবর্ধন এবং পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।
ইয়ামাহা ব্যবহারকারী, ইয়ামাহা লাভার এবং মটোজিপি প্রেমীদের জন্য এটি একটি সূবর্ণ সুযোগ তারা লাইভ স্টেডিয়ামে বসে মটোজিপি উপভোগ করতে পারবেন। দেরি না করে এখনই এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করুন।
