ইয়ামাহা নিয়ে আসতে যাচ্ছে Yamaha R15M - ১৫০সিসি সেগমেন্টের নতুন স্পোর্টস বাইক!
Published On 25-Aug-2021 07:41pm , By Shuvo Bangla
ভারতীয় এক ডিলারশীপ পয়েন্টে দেখা গিয়েছে Yamaha R15M। অনেক দিন থেকে বাইকাররা এই বাইকটির অপেক্ষায় ছিল। আশা করা যাচ্ছে দ্রুত বাইকটি মার্কেটে এভেইলেবল হবে। তবে বাইক মাত্র শোকেস করা হয়েছে, মানে হচ্ছে বাইকটি মাত্র দেখানো হচ্ছে। কবে মার্কেটে আসতে পারে সেই বিষয়ে এখনও সঠিক তথ্য বলা যাচ্ছে না।

R15 বাইক সিরিজটি স্পোর্টস সেগমেন্টে বেশ জনপ্রিয় একটি বাইক সিরিজ। বিশ্বে ইয়ামাহা এর এই বাইক সিরিজের জনপ্রিয়তা অনেক আগে থেকে। বাংলাদেশে স্পোর্টস বাইক লাভারদের কাছে Yamaha R15 V3 অনেক স্বপ্নের একটি বাইক।
ইয়ামাহা আর১৫ ভি৩ বাইকটি বাংলাদেশে লঞ্চ হবার পর বাইকটির লুকস ডিজাইন এর কারণে বেশ ভাল জনপ্রিয়তা পেয়েছিল। এখনও এর জনপ্রিয়তা ধরে রেখেছে। তবে সবার অভিযোগ ছিল বাইকটির হেডলাইট নিয়ে। কারণ এর আলো বেশ কম ছিল।

তবে এবার ইয়ামাহা এর সমাধান নিয়ে এসেছে বলে ধারণা করতে পারছি। ভারতীয় বাজারে দেখা গিয়েছে Yamaha R15M। অনেকের মত বাইকটি সম্পূর্ন নতুন ভাবে নিয়ে আসা হচ্ছে।
Yamaha R15M সম্পর্কে যতদূর জানা গিয়েছে বাইকটি এর আগের ভার্সনের চেয়ে বেশ কিছু দিক থেকে এগিয়ে রয়েছে। বাইকটিতে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে।

নতুন এই বাইকটিতে যুক্ত করা হয়েছে সম্পূর্ন নতুন ফেয়ারিং, যা এর লুকস আরও বেশি এগ্রেসিভ করে তুলেছে। সামনের দিকে ডুয়েল হেডলাইটের জায়গাতে দেয়া হয়েছে রিভার্সড ফেসিয়া সিঙ্গেল পড হেডলাইট। আশা করা যাচ্ছে ই হেড লাইটের আলো আগের চেয়ে বেশি হবে এবং বাইকারদের আর কোন অভিযোগ থাকবে না।
আধুনিক ফিচার্সের মধ্যে ইয়ামাহা আরও যুক্ত করেছে আপ সাইড ডাউন ফর্ক (USD), ইন্ডিয়ান আগের ভার্সনে কোন ধরনের ইউএসডি ছিল না। আবার তারা যুক্ত করেছে মনস্টাএর এনার্জি লিভার। এছাড়া ইঞ্জিনের শক্তি আগের চেয়ে কিছুটা কমিয়ে দেয়া হয়েছে।
যেখানে আগে ছিল ১৯.৩ পিএস, সেখানে এখন ইঞ্জিন থেকে ১৮.৩বিএইচপি পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। আরও আধুনিক প্রযুক্তির মধ্যে যুক্ত করা হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। যা বর্তমানে অনেক বাইকে চোখে পরে।
তো আপাতত বলা যাচ্ছে যে নতুন গ্রাফিক্স, লুকস ও ফিচার্স নিয়ে Yamaha R15M বাইকটি স্পোর্টস সেগমেন্ট অনেক বড় একটা জায়গা নিয়ে নিতে যাচ্ছে। তবে ইঞ্জিনের ক্ষেত্রে বেশি কিছু পরিবর্তন আনা হয়নি। সেই একই ১৫৫সিসি সিঙ্গেল সিলেন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
বর্তমানে বাইকটি ভারতের একটি ডিলারশীপ পয়েন্টে শো করা হয়েছে। তবে কবে নাগাদ বাইকটি লঞ্চ হতে পারে সেই বিষয়ে এখনও বলা যাচ্ছে না।
যেহেতু বাইকটি ভারতীয় বাজারে দেখা গিয়েছে, আমরাও আশা করতে পারি যে এই বাইকটি বাংলাদেশো অফিশিয়ালি আসতে পারে। আমরা আশা করব এসিআই মটরস লিমিটেড, যারা বাংলাদেশে ইয়ামাহা বাইক এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর তারা বাইকটি ভারতে লঞ্চ হবার সাথে সাথে বাংলাদেশেও এক সাথে লঞ্চ করবেন।