ইয়ামাহা আর১৫ ভি৩ এবং ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ ডুয়েল ডিস্ক বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে

This page was last updated on 11-Jul-2024 11:50am , By Saleh Bangla

ইয়ামাহা আর১৫ ভি৩ এবং ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ ডুয়েল ডিস্ক বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করেছে এসিআই মোটরস। লঞ্চিং প্রোগামটি গত ১৪-০৫-২০১৮ তারিখে সন্ধ্যায় এসিআই সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসিআই মোটরস লিমিটেড ইয়ামাহা আর১৫ ভি৩ লঞ্চ করে এবং এর দাম ঘোষনা করা হয়। ইয়ামাহা আর১৫ ভার্সন ৩.০ এর প্রাইস রাখা হয়েছে ৫২৫,০০০ টাকা। ইয়ামাহা আর১৫ ভি৩ হল স্পোর্টস বাইক যেটি ইয়ামাহা আর১৫ সিরিজের অন্যতম জনপ্রিয় বাইক আর১৫ ভার্সন ২.০ এর ধারা বজায় রেখেছে। এসিআই মোটরস লিমিটেড ঘোষনা করেছে যে যদিও তারা আর১৫ ভি৩ লঞ্চ করেছে কিন্তু তারা বাংলাদেশে এখনও আর১৫ ভি২ বিক্রি করা চালিয়ে যাবে। সব থেকে ভাল খবর হল তারা আর১৫ ভি৩ বাইকটির ইন্ডিয়ার ভার্শন লঞ্চ করেনি। তারা লঞ্চ করেছে ইন্দোনেশিয়ান ভার্সন এবং বর্তমানে বাইকাররা বাংলাদেশে ইয়ামাহা থ্রি এস সেন্টারের মাধ্যমে সেলস সার্ভিস, ওয়ারেন্টি এবং ব্যাকআপ স্পেয়ার পার্টস পাবে। তাই বলা যায় যে যারা ভার্সন ৩.০ কিনতে আগ্রহী ছিল কিন্তু স্পেয়ার্স আর সার্ভিস এর জন্য কিনতে পারছিলেন না তারা এবার ভার্সন ৩.০ কিনতে পারবে। 

ইয়ামাহা আর১৫ ভি৩ এবং ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ ডুয়েল ডিস্ক বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে ইয়ামাহা আর১৫ ভি৩ এর ইঞ্জিন অনেক বড়। বাইকের ইঞ্জিনটি ১৫৫সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে, যা থেকে প্রায় ১৯.১ বিএইচপি এবং ১৪.৭ এনএম টর্ক দিতে সক্ষম। এছাড়াও বাইকে ভিভিএ এবং স্লিপারস এবং এসিস্ট ক্লাচ, এলইডি হেডলাইট, ডিজিটাল স্পিডোমিটার, হ্যজার্ড ল্যাম্প, ওয়াইডার রিয়ার টায়ার, বেশ বড় ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ফ্রন্ট ইউএসডি সাস্পেশন দেওয়া হয়েছে। 

Also Read: ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ ডুয়েল ডিস্ক স্পেসিফিকেশন এবং এক্সপেকটেড প্রাইস

এসিআই মোটরস বর্তমানে বাইকটির বুকিং নিচ্ছে। তারা ২০১৮ এডিশন ইম্পোর্ট করবে এবং ২০১৮ সালের জুন মাসের প্রথম সপ্তাহে তারা বাইকারদের বাইকটি ডেলিভারী দেবে যারা বুকিং দেবে । বাইকবিডি সদস্যরা এই বাইকটির টেস্ট রাইড রিভিউ প্রকাশ করেছে । ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটি বাংলাদেশে অন্যতম সেরা স্পোর্টস বাইক । ইয়ামাহা আর১৫ ভি৩ এবং ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ ডুয়েল ডিস্ক বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে অন্য আর একটি বাইক যেটা তারা লঞ্চ করেছে সেটা হল ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ (ডুয়েল ডিস্ক), বাইকটির ইঞ্জিন এবং চেসিস সব কিছুই রেগুলার এফজেডএস এর মতন কিন্তু বাইকটিতে নতুন ২৮২ মি.মি. ফ্রন্ট ডিস্ক ব্রেক, ২২০ মি.মি. রিয়ার ডিস্ক ব্রেক, ১০ স্পোক এলয় হুইলস, নতুন রিয়ার ভিউ মিরর দেয়া হয়েছে। এই ডুয়েল ডিস্ক ভার্শনটি শুধু আরমাডা ব্লু কালারে পাওয়া যাবে । 

 ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ (ডুয়েল ডিস্ক) এর দাম ২৬৫,০০০ টাকা । যদি আপনি ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ সর্ম্পকে আরো জানতে চান তাহলে আমাদের টেস্ট রাইড রিভিউ আর্টিকেল দেখে আসতে পারেন । খুব শীঘ্রই ভবিষৎ এ এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশের মার্কেটে স্কুটার লঞ্চ করবে তাই আমরা আশা করছি কবে করবে দেখা যাক ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes