বাইক পানিতে চালালে কি ইঞ্জিনে পানি প্রবেশ করে? জানুন বিস্তারিত

This page was last updated on 28-Jul-2024 04:13pm , By Ashik Mahmud Bangla

বাইক পানিতে চালালে কি ইঞ্জিনে পানি প্রবেশ করে?  চলছে বর্ষাকাল, এই সময় ঢাকা সহ বাংলাদেশের অনেক রাস্তায় পানি উঠে যায়। আর বাইক নিয়ে নিজেদের প্রয়োজনে আমাদের প্রায় পানিযুক্ত রাস্তা পাড়ি দিতে হয়। 

অনেক বাইকার আছেন যাদের মনে একটা প্রশ্ন আছে বাইক নিয়ে আসলে কতটুকু পানির মধ্যে দিয়ে চালানো যায়? আবার অনেকেই জানতে চান বাইকের সাইলেন্সর দিয়ে পানি কি ইঞ্জিনে প্রবেশ করে? আজ আমরা এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

বাইক পানিতে চালালে কি ইঞ্জিনে পানি প্রবেশ করে?

বাইক পানিতে চালালে কি ইঞ্জিনে পানি প্রবেশ করে?

বাইক পানিতে চালালে কি ইঞ্জিনে পানি প্রবেশ করে?

আপনি জানেন কি বাইকের সাইলেন্সর দিয়ে ইঞ্জিনে পানি প্রবেশ করা মোটেও সহজ না। যদিও আপনার বাইকের সাইলেন্সর দিয়ে পানি প্রবেশ  করে তাহলে সেটা সহজে ইঞ্জিনে প্রবেশ করে না। আর প্রতিটা বাইকের সাইলেন্সর এর নিচে ছোট ছিদ্র থাকে যদি আপনার বাইকের সাইলেন্সরে পানি প্রবেশ ও করে তাহলে সেটা ওই ছিদ্র দিয়ে বের হয়ে যায়।

 ইঞ্জিনে পানি প্রবেশ করার সম্ভাবনা তখনি থাকে যদি আপনার বাইকের সম্পূর্ণ ইঞ্জিন পানিতে ডুবে যায়। তবে ইঞ্জিনের সব নাট টাইট থাকলে সহজে বাইকের ইঞ্জিনে পানি ঢুকতে পারে না। 

বাইক পানিতে চালালে কি ইঞ্জিনে পানি প্রবেশ করে?

একটা বাইকের ইঞ্জিনে পানি যাওয়ার জন্য আপনার বাইকের সাইলেন্সর ইঞ্জিনের যে অংশে যুক্ত হয় সেই অংশটি ডুবতে হবে যদি না ডুবে তাহলে বাইকের ইঞ্জিনে পানি যাওয়া সহজ না। আবার যদি আপনার বাইকের সিট ডুবে যায় সেক্ষেত্রে এয়ার ফিল্টারের জায়গা দিয়ে পানি প্রবেশ করতে পারে ইঞ্জিনে।

তবে বাইকের ইঞ্জিনের সব নাট বোল্ট যদি টাইট থাকে সেক্ষেত্রে বাইকের ইঞ্জিনে পানি খুব সহজে প্রবেশ করতে পারে না। বাইকের সাইলেন্সর ডুবে যাওয়ার মানেই এই না যে আপনার বাইকের ইঞ্জিনে পানি ঢুকে গেলো। তাই আপনি বাইক নিয়ে বেশ ভালো পানি দিয়ে অতিক্রম করতে পারেন।

পানির মধ্যে বাইক চালানোর সঠিক নিয়মঃ

পানির মধ্যে বাইক চালানোটা একেবারে সহজ কাজ না আবার আপনি সঠিক উপায় জানলে কাজটা তেমন কোন কঠিন কাজও না। আর সেটি হচ্ছে বাইকের গিয়ার কমিয়ে নিন এবং প্রয়োজন মতো থ্রটল ঘুরাতে থাকুন। 

আপনার বাইকের সাইলেন্সর যদি ডুবেও যায় কিন্তু আপনি যদি আপনার বাইক অফ হওয়ার সুযোগ না দেন তাহলে আপনার বাইকের ইঞ্জিনে কখনো পানি ঢুকবে না। তবে আমার মতে আমাদের দেশের রাস্তায় হাল্কা পানি থাকলেও তার মধ্যে দিয়ে যাওয়া উচিৎ না। 

কারন আমাদের দেশের রাস্তা কখন ভালো আবার রাস্তা কখন খারাপ এটা বলা মুশকিল। সকালে ভালো রাস্তা দিয়ে যাবেন রাতে বাড়ি ফেরার সময় দেখবেন রাস্তায় গর্তের শেষ নাই।