Dhaka Bike Show 2023 - Trailer

6539 Views • 14 Mar 2023
Dhaka Bike Show 2023 - Trailer
আগামী ১৬ মার্চ থেকে তিন দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে ৭ম ঢাকা বাইক শো ২০২৩। প্রতি বছরের ন্যায় এবারও নির্ধারিত স্টল নিয়ে আমরা টিম বাইকবিডি থাকছি ঢাকা বাইক শো তে। আপনারা সবাই আমন্ত্রিত।
এবারের ঢাকা বাইক শো তে বাইকবিডি স্টলে থাকবে গিফট এর ছড়াছড়ি। প্রতিদিন ৩ টি করে ৩ দিনে ৯ টি র্যাফেল ড্র হবে, প্রতি ড্র তে ১০ টি করে ৩ দিনে মোট ৯০ টি পুরষ্কার থাকছে ।
এছাড়াও কুইজে অংশ গ্রহন করে লটারির মাধ্যমে জিতে নিতে পারেন বাইকবিডি টি-শার্ট (অবশ্যই বাইক শো এর স্টল থেকে নিতে হবে)।
কুইজে অংশ করার লিংক প্রথম কমেন্টে ।
ঢাকা বাইক শো ২০২৩ এর অনলাইন মিডিয়া পার্টনার বাইকবিডি।
লোকেশনঃ বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার। (পূর্বাচল কাঞ্চন ব্রীজ সংলগ্ন বানিজ্য মেলার হল)
Up Next
More Related Videos
