আমি ইব্রাহিম খলিল । আমি চান্দিনা, কুমিল্লা থাকি । আমি একটি Hero Splendor Plus বাইক চালাই । বাইকটি ২০০৮ সালে ক্রয় করা হয় । আমি তখন তৃতীয় শ্রেনীতে পড়াশুনা করি । আমার ভাইয়া সব সময় বাইকে করে আমাকে ঘুড়তে নিয়ে যেত । তখন থেকে বাইকের প্রতি অনেক আগ্রহ ছিল । একটাই চিন্তা ছিল বাইক আমাকে চালাতে হবে।
একদিন আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমি বাইক চালাতে চাই ভাইয়া তখন বললো তুমি আরো একটু বড় হও ইনশাআল্লাহ নিজেই চালাতে পারবা । বাইকতো আছেই এবং থাকবে তারপর ২ বছর পড় ২০১০ সালে আমি বাইক চালান শিখে গেলাম তখন আমি ক্লাস ৫ এ পড়ি ।
Click To See Hero Splendor Plus Bike Price In Bangladesh
এক কথায় বলতে চাই ছোট বেলা থেকে বাইক দেখতাম, বাইকের প্রতি একটাই নেশা তাই বলতে পারি বাইক এর প্রতি আমার ভালোবাসা রক্তের সাথে মিশে গেছে। Hero Splendor Plus বাইক আর CDI বাইক গুলা তখনকার সময় বেশ জনপ্রিয় ছিল আর Hero Splendor Plus নতুন বাইকের লুক দেখে তখনকার সময়ে যে কেউ বাইকের প্রেম পড়ে যেত ।
নতুন নতুন বাইক চালানো শিখি ২০১০ সালে অনুভুতির কথা বলে প্রকাশ করা সম্ভব না। বাইক একটা ভালোবাসা । মাঝে মধ্যে ভার্সিটি যাই, আবার আমাদের একটা বাইকের পার্সের দোকান আছে কুমিল্লার চান্দিনাতে এই দোকানের অনেক মালামাল আমাদের কুরিয়ারে আবার অনেক সময় দোকানের কিছু সংখক মাল শেষ হয়ে গেলে কুমিল্লা, ক্যান্টনমেন্ট থেকে আনার কাজে বাইক ব্যবহার করি ।
Click To See All Hero Bike Price In Bangladesh
তাছাড়া আমার দোকান থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় ৩ কিলোমিটার আর ছোট বেলা থেকেই বাইকে করে বাড়িতে আসা যাওয়া তাই বাইক ছাড়া চলার অভ্যাসটা একটু কম । বাইকে করে পুরো বাংলাদেশ ট্যুর দেওয়ার ইচ্ছা। বাইকের ফিচারগুলো অনেক সুন্দর । এইটার আউট লুক অনেক সুন্দর। প্রতিদিন আমি ১০-১৫ কিলোমিটার সাধারণ ভাবে চালাই আর কাজ থাকলে ৫০-৬০ কিলোমিটার চালানো হয় ।
আমাদের নিজেদের সার্ভিসিং সেন্টার আছে, আমাদের এখানেই বাইকের সব কাজ করাই । মাইলেজ পাই ৫০-৫৫ । বাইক অনেক পুরোনো হয়েছে কিন্তু মাইলেজ ঠিক আগের মত আছে । একজন মানুষ নিজের যেইভাবে যত্ন নেই ঠিক সেইভাবেই একটা বাইকের যন্ত নেওয়া দরকার । আমি মনে করি বাইকের কোন সমস্যা হলে সাথে সাথে কাজ করা উওম ।
Click To See All Bike Price In Bangladesh
বাইকটিতে আমি Mobile Super 4T 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করি । মূল্য ৪০০ টাকা । আমি মনে করি যেহেতু নিজের বাইক সব সময় ভালো জিনিসটাই নিজের বাইকে ব্যাবহার করার জন্য। এখন পর্যন্ত বাইকে অনেক কিছুই পরিবর্তন করেছি । তবে বাইকের কোন অংশে মোডিফাই করি নাই। বাইকটিতে আমার তোলা সর্বোচ্চ স্পিড ১০৫ মিঠামইন ট্যুরে।
Hero Splendor Plus বাইকের কিছু ভালো দিক–
- দেখতে অনেক সুন্দর
- সিট বেশ আরামদায়ক
- পার্টস খুব কম ক্ষয় হয়
- মাইলেজ অনেক ভালো পাই
- লং-টার্ম চালানোর পড়েও কোনো সমস্যা হয়না
Hero Splendor Plus বাইকের কিছু খারাপ দিক–
- পুরাতন হলে প্লাগ দ্রুত নষ্ট হয়
- পিছনের সাসপেনশন দুর্বল
- পুরাতন হলে তেলের সমস্যা হয়
- ফুয়েল মিটার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়
- হেডলাইট বাল্ব LED করা দরকার
Click To See All User Review Article
আমি আগস্টে ২০২০ এর শেষের দিকে মিঠামইন ট্যুর করি । এই ট্যুরে আমার প্রায় ৪৩০+ কিলোমিটার বাইক রাইড করা হয় । পুরাতন বাইক আবার আমার সাথে মোট ২২-২৩ টি বাইক গেছিলাম । ইনশাআল্লাহ এই ট্যুর এ কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার বাইকটি রাইড করেছি । বাকি সব বাইকের সাথে একত্রে । এই বাইক নিয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ।
লিখেছেনঃ ইব্রাহিম খলিল
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।