Aprilia RS150 ফিচার রিভিউ – স্পোর্টস মেশিন । বাইকবিডি

Aprilia RS150 হচ্ছে এপ্রিলিয়া এর স্পোর্টস সেগমেন্টের অন্যতম এন্ট্রি লেভেলের স্পোর্টস বাইক । মোটরসাইকেলটিকে নানা দিক থেকে বিভিন্ন ভাবে মোটরসাইকেলটিকে আধুনিক প্রযুক্তি ও কম্পেটেটিভ এপ্রিলিয়ার রেসিং ডিএনএ দিয়ে সাজানো হয়েছে । তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Aprilia RS150 ফিচার রিভিউ ।

aprilia rs150 feature review price specification

Aprilia RS150 ফিচার রিভিউ – স্পোর্টস এপিয়ারেন্স এবং সক্ষমতা

এপ্রিলিয়া আরএস১৫০ বাইকটি একদম নতুন স্পোর্টস মোটরসাইকেল, যে বাইকটি আরএস ট্যাগ এর নতুন মোটরসাইকেল । তাই বাইকটি সম্পূর্ন ভাবে ট্র্যাক বাইক হিসেবে তৈরি করা হয়েছে । বাইকটি ডিজাইন করা হয়েছে Aprilia RSV4 এর কাছ থেকে ধার করে । তাই বলা যায় যে, বাইকটি এর বড় ভার্সনের ছোট সংস্করন ।

বাইকটির লুকস, ডিজাইন এবং এপিয়ারেন্স এর দিক থেকে বাইকটি এর বড় ভার্সনের ছোট সংস্করনে প্রায় সব কিছুই ধরে রেখেছে । এছাড়া এর সব দিকে বিবেচনা করলে দেখা যায় যে, বাইকটি সুপারস্পোর্টস ডিএনএ এর সব কিছু নিজের মধ্যে ধারন করেছে । বলা যায় যে, ফ্রেম থেকে বাইরের দিকের সব কিছুই এর আইকনিক স্পোর্টস ব্র্যান্ডের সব কিছুই ধরে রেখেছে ।

বাইকটি ডিজাইন করা হয়েছে এলুমিনিয়াম প্যারামিটার ফ্রেম ও স্পোর্টস ডেডিকেটেড সুইং আর্ম । পুরো বাইকটিকে এমন ভাবে সাজানো হয়েছে এবং ডিজাইন করা হয়েছে যাতে প্রথম দেখাতেই বাইকটি যে কারো ভালো লাগবে । এছাড়া মাল্টি-টানেল এরোডায়নামিক সাইড ব্লেডস বাইকটির ডিজাইনের এনেছে নতুনত্ব । ফুয়েল ট্যাঙ্ক এর পাশে দেয়া হয়েছে বিকিনি স্ক্যাল্প যা ইগনিশন কে ধরে রেখেছে এবং দেয়া হয়েছে ছোট ছোট পকেট ।

aprilia rs150 price in bangladesh

সামনের দিক থেকে বাইকটিকে দেখলে বোঝা যায় এর এগ্রেসিভনেস । সামনের দিকে ট্রিপল হেড লাইটের একটি সেট আপ দেয়া হয়েছে । এরপর আসে উইন্ডশীল্ড, এটি কিছুটা বড় ও যা রাইডারের বুক পর্যন্ত দেয়া হয়েছে । টেল লাইটের দিকে, স্বাভাবিক ভাবে রেয়ার হুইল বের করে রাখা হয়েছে, যা দেখতে দারুন লাগে । অপর দিকে পিলিয়ন সিট বাদ দেয়া হয়নি, তবে খুব ছোট একটি কুশন কভার দেয়া হয়েছে এর সাথে দেয়া হয়েছে বিকিনি টেইল এবং রেয়ার স্ট্রীং হুইল ফেন্ডার ।

বাইকটির লাইটিং এর ক্ষেত্রে হ্যালোজেন বাল্ব এবং ইন্ডিকেটর গুলোতে দেয়া হয়েছে কনভেনশনাল ক্লিয়ার লেন্স কেসিং । ওডোমিটার এ দেয়া হয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে এবং এনালগ রেভ কাউন্টার । হ্যান্ডেলবারটি ক্লিপ অন এবং স্পোর্টি স্প্লিট । এক্সহস্ট পাইপ কনভেনশনাল নয় এবং এক্সহস্ট দেয়া হয়েছে আন্ডার বেলী এক্সহস্ট । সারমর্ম, হিসেবে বলা যায় বাইকটির লুকস অনেক বড় এবং স্পোর্টি, বাইকটি শুরু থেকে শেষ পর্যন্ত একই ভাবে এই নিজস্ব স্পোর্টস ধারা বজায় রেখেছে ।

aprilia rs150 engine performance power torque

ফ্রেম,  হুইল, ব্রেক এবং সাসপেনশন সিস্টেম

ফ্রেম, হুইল, ব্রেক এবং সাসপেনশন সিস্টেম এর ক্ষেত্রে এপ্রিলিয়া আরএস১৫০ পুরোপুরি ভাবে স্পোর্টস প্যাকেজ বাইক । ফ্রেম হচ্ছে একটি প্যারামিটার ফ্রেম এবং সেটি তৈরি করা হয়েছে ডাই-কাস্ট এলুমিনিয়াম এর সাথে রেইন ফোর্সড ক্রস রিবস । এর সুইং আর্মও একই ফ্রেমে তৈরি করা এবং স্পোর্টস রেসিং ডিজাইন ইন্সপায়ার্ড করে তৈরি করা হয়েছে ।

এপ্রিলিয়া আরএস১৫০ বাইকটির হুইল গুলো হচ্ছে ১৭ ইঞ্চির হুইল ও এর সাথে যুক্ত করা হয়েছে ১২ স্পোক এলয় রিমস । টায়ার গুলো স্পোর্টস টায়ার । টায়ার গুলোর সাইজ হচ্ছে ফ্রন্ট টায়ার হচ্ছে ১০০/৮০-১৭ এবং রেয়ার টায়ার হচ্ছে ১৩০/৩০-১৭ সেকশন ।

aprilia rs 150 frame wheel brake suspension

বাইকটির ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে দেয়া হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক । ফ্রন্ট ব্রেক হচ্ছে ৩০০মিমি এবং ৪পিস্টন ক্লিপার এবং রেয়ার ব্রেক হচ্ছে ২১৮মিমি সিঙ্গেল পিস্টন । ব্রেকিং আরও ভাল হয়েছে কারন ব্রেকের সাথে যুক্ত করা হয়েছে ডুয়েল চ্যানেল বশ এবিএস ফিচার

এবার সাসপেনশন এর ক্ষেত্রে যদি বলি তবে বলতে হয়, এপ্রিলিয়া আরএস১৫০ বাইকটিতে ফ্রন্টে দেয়া হয়েছে ৪১মিমি ইনভার্টেড টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন সিস্টেম । রেয়ারের ক্ষেত্রে এটি যুক্ত করা হয়েছে সুইং আর্ম এর সাথে । ফ্রন্ট সাসপেনশন ১১০মিমি ট্রাভেল করে থাকে এবং রেয়ার ১২০মিমি ট্রাভেল ফিচার যুক্ত করা হয়েছে । এই সব কিছুর সাথে যুক্ত হয়ে বাইকটি কে একটি স্ট্রীট স্পোর্টস বাইক হিসেবে নিজেকে তৈরি করেছে ।

rs 150 engine specification

ইঞ্জিন ফিচার এবং পারফর্মেন্স

Aprilia RS150 একটি ব্র্যান্ড নিউ স্পোর্টস এপ্রিলিয়া মডেল, যা খুব তাড়াতাড়ি রাস্তা মাতাতে আসবে । বাইকটিতে একটি শক্তিশালী ইঞ্জিন দেয়া হয়েছে । বাইকটির ইঞ্জিন হচ্ছে ১৪৯সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক এবং লিকুইড কুল্ড ইঞ্জিন । এছাড়া ইঞ্জিনে আরও দেয়া হয়েছে DOHC , ৪টি ভাল্ব এবং ইলেক্ট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ।

ইঞ্জিনের সাথে একটি ৬ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে এবং একটি কুইক শিফটার দেয়া হয়েছে এর শিফটিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য । তাই বলা যায়, এই বাইকটিকে তৈরি করা হয়েছে হার্ডকোর স্পোর্টস স্ট্রীট রেসিং এবং ট্র্যাক রেসিং এর জন্য ।

যদিও কোম্পানি অফিশিয়াল এর পাওয়া ও টর্ক ঘোষনা করেনি, তবুও 18BHP এবং 14NM টর্ক পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে পারে বলে ধারনা করা হচ্ছে । বাইকটি সম্পর্কে অফিশিয়ালি এখনও অনেক কিছু রিভিলড করা হয়নি, আশা করছি রিভিলড হলে আমরা বাইকটি সম্পর্কে আরও অনেক কিছু জানাতে পারব ।

aprilia rs150 test ride review

Aprilia RS150 ফিচার রিভিউ – স্পেসিফিকেশন এবং ডাইমেনশন

SpecificationAprilia RS150
EngineSingle-Cylinder, Four-Stroke, Liquid-Cooled, DOHC Engine
Displacement149cc
Valve SystemDOHC, 4 Valve
Fuel SupplyFuel Injection System
IgnitionElectronic Ignition
Starting MethodElectric Start
Clutch TypeWet, Multiple-Disc
LubricationWet Sump
TransmissionReturn Type 6 Speed; 1-N-2-3-4-5-6 with Optional Quick Shifter
Frame, Wheel, Brake & Suspension
Frame TypeDie-Cast Aluminum Perimeter Frame
The suspension (Front/Rear)41mm USD Telescopic Fork Suspension, 110mm Travel

/ Mono Suspension, 120mm Travel

Brake system (Front/Rear)300mm Hydraulic Disk with 4-Piston Clipper Assembly

/ 218mm Hydraulic Disk with 1-Piston Clipper Assembly

BOSCH ABS Enhancement

Tire size (Front / Rear)Front: 100/80-17

Rear: 130/70-17

Both Tubeless

Battery12V, MF
Headlamp12V
SpeedometerDigital with Analog Rev Counter

About Arif Raihan opu

One comment

  1. rsjsami44@gmail.com'

    When Aprilia RS150 will officially launch in Bangladesh?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*