আমি মো: আতিকুর রহমান (রাসেল) ধানমন্ডি ইবাইস বিশ্ববিদ্যালয় এ ইনফরমেশন টেকনলজি ডিভিশন এ আইটি অফিসার এবং পার্ট টাইম লেকচারার হিসেবে কর্মরত আছি । অনেক দিন ধরেই ভাবছি বাইক-বিডিতে একটি আর্টিকেল লিখব তবে কি নিয়ে লিখব ভাবছিলাম।
অনেক ভেবে মনে হলো যে, আমরা বাইকাররা একটি মটর সাইকেল কেনার পর রেজিষ্ট্রেশ করার জন্য যে বিরম্বনার শিকার হই সেই বিষয় টি নিয়েই লিখি। আমি নিচে মটর সাইকেল রেজিষ্ট্রেশন করার জন্য যে সকল কাজ গুলো করতে হয় তা বিস্তারিত লিখলাম। আশাকরি এটা আপনাদের মটর সাইকেল রেজিষ্ট্রেশন এর জন্য সহায়ক হবে।
ধাপ ০১:
মটর সাইকেল সংক্রান্ত সকল কাগজ পত্র যে কোম্পানি থেকে মটর সাইকেল টি ক্রয় করেছেন সেই কোম্পানি থেকে সংগ্রহ করুন।
যেমন:
০১. রেজিষ্ট্রেশন ফরম
০২. ক্যাশ ম্যামো
০৩. গেট পাশ এর স্লিপ
০৪. মুসক ১১ (ক) চালান পত্র (যে ডিলার এর নিকট থেকে ক্রয় করেছেন তার অনুকুলে )
০৫ মুসক ১১ চালান পত্র (যে ইম্পোর্টার এর নিকট থেকে ক্রয় করেছেন তার অনুকুলে ) ১০. ৫০ টাকার ষ্টাম্প এ একজন উকিল কতৃক সত্যায়িত।
০৬. ট্রেজারী চালান সোনালী ব্যাংক (ট্যাক্স অফিসার কতৃক সত্যায়িত)।
(যে ডিলার এর নিকট থেকে ক্রয় করেছেন তার অনুকুলে)
০৭. ট্রেজারী চালান সোনালী ব্যাংক
(যে ইম্পোর্টার এর নিকট থেকে ক্রয় করেছেন তার অনুকুলে )
০৮. আমদানী সংক্রান্ত কাগজ পত্র (বি,আর,টি,এ কতৃক অনুমদিত)
০৯. কাষ্টমস সংক্রান্ত কাগজ পত্র
(এই ষ্টাম্প টি – বি,আর,টি,এ এর সামনের দোকান থেকে সংগ্রহ করতে হবে )
সকল কাগজ পত্রের সাথে ইঞ্জিন নম্বর ও চেশিস নম্বর মিলিয়ে নিবেন।
ধাপ ০২:
বি,আর,টি,এ কতৃক অনুমদিত ব্যাংক এ টাকা জমা দিন । (এটি ১০০ সিসি এর উপরের মটর সাইকেলের জন্য প্রযোজ্য)
(০১). নতুন রেজিষ্ট্রেশন ইস্যু এর জন্য ৭,২০৫ টাকা (সাত হাজার দুইশত পাঁচ টাকা)।
(০২). ট্যাক্স টোকেন ইস্যু এর জন্য ১১,৫০০টাকা (এগার হাজার পাঁচশত টাকা)।
(০৩). ডিজিটাল রেজিষ্ট্রেশন সার্টিফিকেট ইস্যু এর জন্য ৫৫৫ টাকা (পাঁচশত পঞ্চান্ন টাকা) সর্ব মোট= ১৯২৬০ টাকা
ধাপ ০৩:
উপরোক্ত সকল কাগজ পত্র নিয়ে বি,আর,টি,এ অফিসে গিয়ে জমা দিতে হবে। সকল কাগজ পত্র ঠিক থাকলে একজন মোটরযান পরিদর্শক আপনার বাইক টি সরজমিনে পরিদর্শন করবে এবং এর পর তিনি স্বাক্ষর করবেন। তার স্বাক্ষরীত কাগজ অফিস সেকশনে জমা দিতে হবে।
ধাপ ০৪:
জমা দেওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যে বি,আর,টি,এ অফিসে যোগাযোগ করলে রেজিষ্ট্রেশন নাম্বার , ট্যাক্স টেকেন, একোনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন।
ধাপ ০৫:
এরপর ডিজিটাল ব্লু- বুক এর জন্য ডিজিটাল রেজিষ্ট্রেশন সেকশন এ যোগাযোগ করুন। এই সময় টাকা জমা দেওয়ার রশিদ, রজিষ্ট্রেশন নাম্বার , ট্যাক্স টেকেন, একোনলেজমেন্ট স্লিপ, জাতীয় পরিচয় পত্র সংগে রাখবেন। সকল কাগজ পত্র ঠিক থাকলে ঐ দিন ই আপনার ছবি, আংগুলে ছাপ, স্বাক্ষর নেওয়া হবে।
ধাপ ০৬:
এরপর আপনার ডিজিটাল ব্লু-বুক (স্মার্ট কার্ড) ও ডিজিটাল নম্বর প্লেট তৈরী হয়ে গেলে আপনার মোবাইলে ডেলিভারী তারিখ সহ এস,এম,এস আসবে । তারিখ অনুযায়ী আপনি বি,আর,টি,এ অফিসে যোগাযোগ করলে আপনি ডিজিটাল ব্লু-বুক (স্মার্ট কার্ড) ও ডিজিটাল নম্বর প্লেট পেয়ে যাবেন। ডিজিটাল নম্বর প্লেট সংক্রান্ত তথ্যের জন্য আপনার মোবাইল দিয়ে NP লিখে এস,এম,এস করুন ৬৯৬৯ নাম্বারে (নাম্বার টি অবশ্যই আপনি যে নাম্বারটি রেজিষ্ট্রেশন ফরমে উল্লেখ করেছেন সেই নাম্বার হতে হবে) অথবা কল করুন ০১৭৫৫৬১৫৯২৫ নাম্বারে।
নিজের গাড়ির রেজিষ্ট্রেশন নিজেই করুন অযথা দালালের নিকট অর্থ অপচয় করবেন না। অনেকে বলে যে নিজে নিজে রেজিষ্ট্রেশন করা অনেক ঝামেলার এই কথাটা একেবারেই ঠিক নয় আর যতটুকু ঝামেলায় আপনি পরবেন তার চেয়ে অনেক বেশী শিখবেন আশা করি। সাবধানে মটর সাইকেল চালান মনে রাখবেন আপনার অসাবধানতা আপনার পরিবারের জন্য কষ্টের কারন হতে পারে। লেখাতে কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকল কে ।
ধন্যবাদ, সুন্দর তথ্য প্রদানের জন্য।
step:5 ,we have to go BTRA office or they will send any message?..
I got my Bike registration number and Tax token paper..
If you know any process please let me know..
gate pass er photocopy diye ki kaj hobena? amar original slip ta hariye geche tai BTRC office a kagoj potro joma nilo na…
Ami number plate peyeci..but smart card pai ni..kivabe pete pari!
ড্রাইভিং লাইসেন্স কিভাবে করে সে ব্যাপারে একটা পোস্ট দিলে ভালো হয়
আপনার ফোন নাম্বারটা দিবেন? জরুরি কিছু কথা ছিলো।
আমি একটু বাইক কিনেছি গত কিছু দিন আগে। কিন্তু বাইকটির ডকুমেন্ট এর ফাইল এখনো জমা করা হয়নি বিআরটিতে। আমার প্রশ্ন হলো, আমি যার থেকে বাইকটি কিনেছি তিনি ছিলেন ২য় পার্টি, উনি ১ম পার্টি থেকে কিনেছেন শোরুম পেপারস নিয়ে এবং তার কিছু দিন পর তার নামে ব্যাংকে টাকা জমা দেন। ডকুমেন্ট এর জন্য। পরবর্তীতে তিনি আমাকে ব্যাংক এর পেপারস এবং শোরুম পেপারস সহ সব কিছু বুঝিয়ে দেয় এবং বলে দেন আর ৫০০০ টাকা জমা দিলে আমার নামে হবে বাইকটি। কিন্তু আমার প্রশ্ন হলো। ১ম পার্টির নাম দেওয়া শোরুম পেপারস এ আর ব্যাংক জমা ডকুমেন্টটির মধ্যে নাম লিখা ২য় পার্টির । এখন এই অবস্থায় কি সব কিছু আমার নামে করা যাবে? মানে আমি তাদের ২ জনের নাম এর বদলে আমার নামে ডকুমেন্ট বের করতে হলে কি কি করতে হবে? দয়া করা জানাবেন। ধন্যবাদ।
আমার বাইক কেনা 2017 তে! বাইক কেনার কিছুদিন এর মধ্যে পরিচিত এলাকার বাইক এর কাগজ সংক্রান্ত কাজ করে এমন একজন এর কাছে বাইক এর কাগজ করতে দিছিলাম কিছুদিনের মধ্যে ব্যাংক এ টাকা জমা দেয়ার স্লিপ দেই সম্ভবত মানি রিসিপ্ট বলে এইটা দেয় আর বাইক এর পিছনে নাম্বার প্লেট এ একটা কাগজ লাগিয়ে রাখতে বলে তার পর শোরুম থেকে বেশ কিছু দিন পরেই কাগজ আনতে যাই। যাওয়া যাওয়া করে যাওয়াই হয়ে উঠতো না! তারপর যে লোক এর কাছে কাগজ করতে দিছিলাম সে লোক এর কিছু পারিবারিক ঝামেলা এর কারনে তিনি এইখান থেকে চলে যান আর কিছুই করে উঠা হই নি আজ 2019! এখন কি করতে হবে আমাকে বাকি কাজ সম্পুসম্পুর্ন করতে হলে?
thank U in advance
ভাই এই ব্যাপারে কেউ কিছু বলতে পারবেন? আমি একটা বাইক কুস্টিয়া থেকে কিনেছি। রেজিষ্ট্রেশন বাবদ ফি জমা দিয়েছি। কিন্তু কুস্টিয়া বি আর টি এ থেকে রেজিষ্ট্রেশন নাম্বার নেওয়া হই নাই। এখন এটাকে আমি ঢাকা মেট্র তে করতে চাচ্চি। এটা কি পজিবল। প্লিজ জানাবেন।
প্রথমেই আপনাকে এই মূল্যবাদ পোষ্টটি করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন: বাইক চালানোর সময়, এই কাগজ পত্রগুলির কি মূল কপি সাথে রাখতে হবে? নাকি ফটোকপি সাথে রাখলে চলবে? কাগজগুলো বেশ গুরুত্বপূর্ণ। সবসময় বহন করলে কখনোও না কখনোও হারাবার বা নষ্ট হবার খুবই সম্ভাবনা থাকে! তাছাড়া বাইকে রাখা অবস্থায় যদি বাইক চুরি হয় তখন মূল দলিল পত্রগুলোও খোয়া যাবে। আপনার উত্তরের জন্য অগ্রিম ধন্যবাদ রইল। ভাল থাকবেন ভাই।
মোটরসাইকেল রেজিস্ট্রেশনের মেয়াদ ১০ বছর শেষ হয়ে গেলে কি আবার নতুন করে রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিতে হয়?
মোটরসাইকেল রেজিস্ট্রেশনের মেয়াদ ১০ বছর শেষ হয়ে গেলে কি আবার নতুন করে রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিতে হয়?
আমি পুরান একটা বাইক কিনেছিলা,,কিছু দিন পর টাফিক পুলিশ গাড়ি টির নামে মামলা দেয় তার পর আর গারিটি থানায় রাখা হয়,,, কারন গারিটি নাম্বার করা হয় নি,,কিন্তু গারির সেলরিছিট আাছে। শোরুমে কাজ পএ আমার কাছে আছে,, এখন আমি জানতে চাই আমি যদি গারির নাম্বার করি তা হলে কি আমার গারিটা থানা থেকে ছারানো যাবে,,
মোটরসাইকেল রেজিস্ট্রেশনের মেয়াদ ১০ বছর শেষ হয়ে গেলে কি আবার নতুন করে রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিতে হয়?