র্যাংকন মোটরবাইকস লিমিটেড বাংলাদেশে সুজুকি মোটরসাইকেল এর একমাত্র অফিশিয়াল ডিসট্রিবিউটর । তাদের অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে Suzuki Gixxer , Gixxer SF ও Hayate ক্রয়ের মাধ্যমে ২০১৯ সালের মার্চ মাসের জন্য দিচ্ছে ফ্রী রেজিস্ট্রেশন অফার ।
বাংলাদেশে সুজুকি জাপানিজ মোটরসাইকেল কোম্পানি গুলোর মধ্যে অন্যতম একটী কোম্পানি । আমরা তাদের ঢাকার বাইক শোতে Suzuki Hayabusa এবং Suzuki Boulevard M109R দুটো এক্সকুলসিভ মোটরসাইকেল প্রদর্শন করতে দেখেছি । সুজুকি তাদের ফ্ল্যাগশিপ মোটরসাইকেল Suzuki Gixxer এর মাধ্যমে বাংলাদেশে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছে ।
সুজুকি জিক্সার ১৫৫সিসি এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে যা প্রায় ১৪.৬ বিএইচপি @ ৮০০০ RPM এবং টর্ক ১৪ এনএম @ ৬০০০ RPM পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে পারে । মোটরসাইকেলটিতে ৫ স্পীড গিয়ারবক্স, পুরোপুরি ডিজিটাল স্পিডোমিটার, কিক ও সেলফ উভয় স্টার্টিং সিস্টেম রয়েছে ।
বাইকের ফ্রন্ট ডিস্ক ব্রেককে স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয় । তবে আপনি রেয়ার ব্রেক এর ক্ষেত্রে ডিস্ক ব্রেক বা রেয়ার ড্রাম ব্রেকের মধ্যে যেকোন একটি পছন্দ করতে পারেন । এর বেশিরভাগ প্রতিযোগীদের মতো তাদের সর্বোচ্চ স্থিতিশীলতা এবং ব্রেকিং পারফরম্যান্সের জন্য ১৪০ টি সেকশনের রেয়ার টায়ার রয়েছে । সামনে সাসপেনশনটি টেলিস্কোপিক এবং পিছন দিকে রয়েছে সুইং আর্ম মনো শক সাসপেনশন । সুজুকি জিক্সার এর ওজন ১৩৫কেজি এবং এই বাইকের ট্যাঙ্কে ১২ লিটার ফুয়েল নেয়া যায় ।
>>Suzuki GSX-R150 Review<<
সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ উভয় একই প্ল্যাটফর্ম শেয়ার করে, তাদের উভয়েরই একই ইঞ্জিন ও চ্যাসি থাকে, শুধু মাত্র জিক্সার এসএফ এর ইঞ্জিনের চারপাশে একটি বডি কিট থাকে এবং এর ওজনেও জিক্সারের এর তুলনায় খানিকটা বেশি।
ফ্রী রেজিস্ট্রেশন অফার – মার্চ ২০১৯
Model Name | Price in BDT |
Hayate | 1,14,950 |
Gixxer | 2,09,950 |
Gixxer 2017 | 2,29,950 |
Gixxer Duel Tone | 2,19,950 |
Gixxer Duel Tone (Duel Disc) | 2,29,950 |
Gixxer SF (Single Disc) | 2,39,950 |
Gixxer SF (Duel Disc) | 2,49,950 |
Gixxer Motogp (Single Disc) | 2,49,950 |
Gixxer Motogp (Duel Disc) | 2,59,950 |
সুজুকি হায়াতে বাংলাদেশের বাজারে সুজুকির একমাত্র কমিউটিং মোটরসাইকেল । এতে ১১০ সিসি ইঞ্জিন রয়েছে যা থেকে প্রায় ৮.১ বিএইচপি এবং ৮.৮ এনএম টর্ক উৎপন্ন করে । বাইকের ওজন ১১৪ কেজি এবং এটি টেস্ট কন্ডিশনে ৮৫ কিলোমিটার মাইলেজ দিতে পারে।
সম্প্রতি সুজুকি বাংলাদেশে ৩টি নতুন বাইক লঞ্চ করেছে, যার মধ্যে ছিল Suzuki Hayate এর নতুন সংস্করন রয়েছে । বাইকটি নতুন গ্রাফিক্স এর সাথে এসেছে । তবে ইঞ্জিন এবং অন্য সব কিছুই একই রকম । র্যাঙ্কন মোটরবাইকস লিমিটেড Suzuki GSX-R150 অফিশিয়ালি লঞ্চ করেছে এবং এর দাম ধরা হয়েছে ৩,৯৯,০০০ টাকা ।
আমি আগামীকাল এই বাইকটি ক্রয় করতে চাই
mod> Gixxer Motogp (Duel Disc)