এইটা হলো রত্ন ভান্ডার। মোটরসাইকেল এর গোপন দলিল। এটি থেকে হাজার ভাবে উপকৃত হবেন। স্ক্রু খোলার আগেই বলে দিতে পারবেন , কোথায় কোথায় স্ক্রু আছে, কয়টা করে আছে। মোটরসাইকেল এর কোন অংশ খোলার পর পুনরায় লাগাতে পারবো কি পারবো না। , এই ধারণা পিছনে ফেলে সঠিক নিয়মে নিশ্চিন্তে লাগাতে পারবেন।
ফাইবার পার্টস, মিটার প্যানেল , ট্যাংকির সাথের স্ক্রু ,হেডলাইট , ইঞ্জিনের পিস্টন , পিস্টন রিং কয়টা , কিভাবে বসবে রিং গুলো , ঐদিকে ক্লাচ প্লেট , ক্লাচ ডিস্ক , ক্লাচ বস , ওপরে ক্যাম শাফট , টাইমিং চেইন , সারা বডিতে ছোট বড় একশ একটা নাট -বোল্ট ছড়ানো ছিটানো সবকিছু আপনার চোখে ভাসতে থাকবে। নলেজে চলে আসবে। একটার বোল্ট আরেকটার নাটে গুলানোর কোন দরকার নাই। মেকানিক ভাইরা লক্ষ্য করেন। ইঞ্জিনের কাছে কান লাগিয়ে ,হাতের স্পর্শে অনুভব করে , চোখের আন্দাজে ইঞ্জিন সেটআপ টিউনিং করার দিন শেষ। যেই কাজের যেই টুলস সেটা ব্যবহার করে কাজটি করুন। ইঞ্জিন লাইফ বাড়বে। হাতুড়ি কখনোই না। দেখা গেসে নতুন সিলিন্ডার, পিস্টন , পিস্টন রিং , ভাল্ভস, ক্লাচ প্লেট , প্রেসার প্লেট সেট সবকিছু নতুন লাগাই দিলেও কাজ নাও করতে পারে। এক্ষেত্রে সঠিক ভাবে পার্টস গুলো সেটআপ করা গুরুত্যপূর্ণ ভূমিকা রাখে।
মোটরসাইকেল এর সকল পার্টস এর একটা ( আইটেম কোড ) পার্টস নাম্বার থাকে। এশিয়া , আফ্রিকা , সাউথ আমেরিকা সবখানেই ঐ একটা নাম্বারে সেইম পার্টস পাবেন। বাংলাদেশেও তাই। পিছনের চাকার বিয়ারিং এর পার্ট নাম্বার কাগজে টুকে রেখে তেজগাঁও ইয়ামাহা তে , বাজাজ হলে উত্তরা বাজাজ পার্টস সেকশন তেজগাঁও থেকে , টিভিএস হলে তেজগাঁও টিভিএস থেকে অথেনটিক জেনুইন পার্টস সংগ্রহ করতে পারবেন।
- ভালভ ক্লিয়ারেন্স এডজাস্ট করার জন্য ফিলার গজ ব্যবহার করুন। নবাবপুরে ৩০০-৫০০ টাকায় পাওয়া যায়। তার আগে আপনার মোটরসাইকেল এর ইনটেক এক্সহস্ট ক্লিয়ারেন্স কত এমএম বের করুন। আরেকটা হল ভার্নিয়ার কেলিপার এটাও নবাবপুরে ৫০০-৮০০ টাকায় পাবেন। বিভিন্ন রকমের সুক্ষ দূরত্ব মাপতে কাজে লাগে। যে কোন কাজ শুরুর আগে সবগুলা টুলস সাথে আছে নিশ্চিত করুন।
ইয়ামাহা ফেজার মোটরসাইকেল উদাহরণ হিসেবে নিলাম যাতে বাকি সব ক্ষেত্রে একই ধারণা পান।
উপরের ছবিতে এফজি / ফেজার এর ভালভস , ভালভ স্টেম , স্প্রিং প্রভৃতি পার্টস দেখা যাচ্ছে। ১ নং পার্টস হলো ভালভ ইনটেক , ২ নং পার্টস হলো ভালভ এক্সহস্ট।
পার্টস নম্বর হলো ১ এর 54B-E2111-10
এবং ২ এর 54B-E2121-10.
আমার হাতে দুটো নতুন ইনটেক ও এক্সহস্ট ভালভ আছে। পার্ট নাম্বার মিলিয়ে দেখেন সেইম তো সেইম।
- ডাউনলোড লিংক :
অনেক প্রতীক্ষার , অনেক রিকোয়েস্ট এর সুজুকি জিক্সার পার্টস ক্যাটালগ
Suzuki Gixxer SF 2015 Model Parts Catalogue
হ্যাপি রাইডিং। #dux #priyo nil akash
Honda CB Trigger এর parts list রিভিউ চাই।
আপনারা Honda Brand এর উপর উদাসীন।