কম খরচে চেইন কিভাবে পরিস্কার করবেন>
ঊপকরনঃ কেরোসিন এবং গিয়ার অয়েল
১. প্রথমে চেইনে কেরোসিন দিন।
২. ১ টা কাপড় দিয়ে মুছে ফেলুন চেইন।
৩. পুনরায় কেরোসিন ঢালুন চেইনে।
৪. বাসার পুরনো টুথব্রাশ দিয়ে পুরো চেইনে ঘষুন সব দিক থেকে।
৫. আবার ১ টা কাপড় দিয়ে চেইন ভালো করে মুছে ফেলুন।
৬. ১৫-২০ মিনিট অপেক্ষা করুন কেরোসিন শুকিয়ে যাওয়ার জন্য।
৭. এইবার চেইনে অল্প গিয়ার অয়েল দিন।
৮. পিছনের চাকা একটু ঘুরাবেন যাতে গিয়ার অয়েল পুরো চেইনে সমানভাবে যায়।
৯. আবার ১৫-২০ মিনিট অপেক্ষা করুন গিয়ার অয়েল যেন চেইন এর সব জায়গায় যেতে পারে।
১০. আবারো কাপড় দিয়ে হালকা ভাবে চেইন টা মুছে ফেলুন যাতে চেইনে অতিরিক্ত লুব না থাকে।
১১. মিনিমাম প্রতি ৫০০ কিমিতে চেইন পরিস্কার এবং ক্লিন করুন।
এখন বাইক চালিয়ে আসুন দেখুন কত স্মুথ। আপনার মাইলেজ ও বারবে এক্সিলারেশন ও বারবে এবং চেইন স্প্রকেট এর লাইফ বেরে যাবে।
বিঃদ্রঃ ১. WD40 চেইনে ব্যাবহার করবেন না। যাদের চেইন ও রিং তাদের জন্য একবারে নিষিদ্ধ।
২. গিয়ার অয়েল এর গ্রেডঃ SAE140. SAE90 গ্রেড এর টা অনেক পাতলা এবং চেইনে বেশিক্ষণ থাকেনা।
৩. চেইন গরম থাকলে ক্লিন দ্রুত হবে তাই যদি পারেন বাইক চালিয়ে এসে ক্লিন করা শুরু করতে পারেন।
৪. যদি সম্ভব হয় গ্রিজ ব্যাবহার করা থেকে বিরত থাকুন। কারন গ্রিজ চেইন এর সব জায়গায় পৌছাতে পারেনা এবং প্রচুর ময়লা ধরে।
৫. যারা আফটার মার্কেট চেইন ক্লিনার এবং চেইন লুব ব্যাবহার করেন তাদের জন্য প্রযোজ্য নয়। কিন্তু আমার অভিজ্ঞতায় আফটার মার্কেট প্রোডাক্ট থেকে এই কম খরচের কেরসিন এবং গিয়ার অয়েল বেশি ইফেকটিভ।
লেখা ঃ Shahriar Chowdhuri
অসাধারন একটি ব্লগ ভাই চালিয়ে জান